দেশের স্বাধীনতা ও দেশবাসীর স্বাধীনতা এক নয় ৷

0
👉 ডঃ আম্বেদকর বলেছেন—          
        "দেশের স্বাধীনতা ও দেশবাসীর স্বাধীনতা এক নয় ৷"

       " Freedom of the country & freedom of the people of the country are not same." 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

         1947 সালে আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছে একথা আজ সর্বজন বিদিত ৷ কিন্তু স্বাধীনতা আন্দোলন কারা করেছে ? কেন করেছে  ? তাদের উদ্দেশ্য কি ছিল  ? সেই খবরটা গোটা ভারতে কতজন রেখেছে  ? আসুন, ইতিহাসটা একটু স্মরণ করা যাক ৷ 

     ইতিহাসের একটু গভীরে যাওয়া যাক ৷   1757 সালে বাংলা থেকে নওয়াব সিরাজুদ্দৌলাকে ক্লাইভের নেতৃত্বে পরাজিত করার পর এবং 1857-1858 সালে ইংরেজদের নেতৃত্বে দিল্লীর মুসলমান শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পরাজয়ের পর ইংরেজরা গোটা ভারতে সাম্রাজ্য বিস্তার করে ৷ সেই লড়াইয়ের একদিকে ছিল মুসলমান আর অন্যদিকে ছিল বিদেশী ইংরেজ ৷ আরও একটা গোষ্ঠী ছিল তারা হল "ছুপা রোস্তম" বিদেশী ব্রাহ্মণরা ৷ বাংলার মসনদ ইংরেজরা দখল করেছিল বিদেশী ব্রাহ্মণদের পূর্ণ সহযোগিতায় ৷ মীর জাফরকে শুধু শুধু বলির পাঁঠা করা হয় ৷ আর সম্রাট বাহাদুর শাহের পতনের মূলেও ছিল ব্রাহ্মণ-মারাঠা-পেশোয়াদের মিলিত  শক্তি ৷ মুসলমানদের পরাজিত করে  ইংরেজদের রাজত্ব কায়েম করতে ব্রাহ্মণদের বিরাট ভূমিকা ছিল ৷ এ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন - হাণ্টারের লেখা বই—" দি ইণ্ডিয়ান মুসলমানস্ ৷" 

          ইংরেজদের সহযোগিতার বিনিময়ে ব্রাহ্মণরা ইংরেজদের নিকট পুরস্কার স্বরূপ ইংরাজী শিক্ষা ও বড় বড় চাকুরী লাভ করল ৷ রাজা ছিল ইংরেজরা কিন্তু প্রশাসন চালাচ্ছিল  ব্রাহ্মণরা ৷ বাহ্ কি সুন্দর ইতিহাস ! ভারতে ইংরেজদের রাজত্ব মানে ব-কলমে ব্রাহ্মণ রাজত্ব শুরু হয়ে গেল ৷ এই সুযোগ পেয়েই ব্রাহ্মণ পণ্ডিতরা উপদেশ বাণী বর্ষণ করতে লাগল ৷ পণ্ডিতরা বলল—"ভারতে ইংরেজ রাজত্ব ঈশ্বরের আশির্বাদ ৷" কেউ বলল - "রাজা পিতৃতুল্য অতএব রাজার আদেশ মানে পিতার আদেশ মান্য করাই কর্তব্য ৷ ইংরেজদের  বিরুদ্ধে বিদ্রোহ করা শোভনীয় নয় ৷" ইংরেজদের সহযোগিতা করার জন্যে ব্রাহ্মণদের সুবিধার্থে ইংরেজরা তৎকালীন ভারতের রাজধানী কোলকাতায় 1857 সালে ভারতে প্রথম "কোলকাতা বিশ্ববিদ্যালয়"  প্রতিষ্ঠা করেছিল  ৷  

        ব্রাহ্মণরা ইংরেজদের সাহায্যে উচ্চ শিক্ষা, ইংরাজী শিক্ষা ও চাকুরীর মাধ্যমে আর্থিক সুযোগ লাভ করে কিছুটা স্বাবলম্বী হয়ে উঠল এবং রাজনৈতিক ময়দান দখলের লড়াইয়ে পদচারণা শুরু করে দিল ৷ ব্রাহ্মণরা 1875 সালে আর্য সমাজ ও 1885 সালে জাতীয় কংগ্রেস এবং 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ( RSS) প্রতিষ্ঠা করে গুটিগুটি পায়ে ভারতের রাজক্ষমতা দখলের দিকে অগ্রসর হতে লাগল ৷ বাল গঙ্গাধর তিলকের মৃত্যুর পর গান্ধীজী ব্রাহ্মণদের উদ্ধারের কাজে কংগ্রেসের সর্বাধিনায়কের ভূমিকা পালন করলেন ৷   712 সালে মুহাম্মদ বিন কাসেমের নিকট ব্রাহ্মণদের পরাজয় 1000 বছরেও ব্রাহ্মণরা হজম করতে পারেনি ৷ ফলে ইংরেজদের ডেকে এনে তাদের মদদ দিয়ে মুসলমানদের পরাজিত করে ইংরেজদেরকে রাজক্ষমতায় বসিয়ে শিক্ষা-অর্থ লাভ করে সংগঠন গড়ে 1947 সালে স্বাধীনতার নামে বিদেশী ব্রাহ্মণরা নিজেদের স্থায়ী রাজত্ব কায়েম করে বসল ৷ এখন আমাদের মুলনিবাসীদের ভারতে চলছে বিদেশী ইংরেজদের পরিবর্তে বিদেশী ব্রাহ্মণদের শাসন ৷ এই হল ভারতের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস ৷ বৈশ্য মাড়োয়ারীদের টাকায় আর সূক্ষ্মবুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণদের সুনিপুন নেতৃত্বে শূদ্র সমাজের কাছে এবং মুসলমানদের নিকট অতি দ্রুতবেগে জাতীয় কংগ্রেস জনপ্রিয় হয়ে উঠল ৷ এখন ভারতে কায়েম হয়েছে 100 % ব্রাহ্মণ্যবাদ ৷

       
         " ডঃ আম্বেদকরের মতে দেশের স্বাধীনতা ও দেশবাসীর স্বাধীনতা এক নয় ৷"  আজ আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি যে—দেশ স্বাধীন হয়ে গেছে 68 বছর অতিক্রান্ত, বিদেশী ইংরেজ সত্যসত্যই ভারত ছেড়ে চলে গেছে,  আমাদের মূলনিবাসীদের ভোটে নির্বাচিত সরকার বিজয়ী হয়ে রাজ্য বা দেশ শাসন করছে, অথচ আমরা ভারতের মুলনিবাসী জনগণ স্বাধীনতা বা স্বাধীনতার কোন স্বাদ-মজা কিছুই ভোগ করতে পায়নি ৷ আমরা শিক্ষা পায়নি, সম্মান-মর্যাদা পায়নি, অধিকার পায়নি, টাকা-পয়সা
-জমিজায়গা-উচ্চশিক্ষা-চাকুরী-ব্যবসা-রাজনৈতিক ক্ষমতা কোন কিছুই পায়নি ৷ এর অর্থ আমরা এই স্বাধীন ভারতেও ব্রাহ্মণের গোলাম বা ক্রীতদাস ৷ কেউ যদি এটাকে স্বীকার না করে তার অর্থ হল সে সত্যকে স্বীকার করতে চায়না ৷ 

            তাহলে অন্ততঃ আমরা জানতে বা বুঝতে পারলাম যে 1947 সালে আমাদের দেশ খাতা কলমে স্বাধীন হলেও বাস্তবে আমরা স্বাধীনতা পাইনি ৷ এখন যদি আমরা সত্যি সত্যিই স্বাধীনতা লাভ করতে চায় তাহলে গান্ধীজীর মত, কংগ্রেসের মত, ব্রাহ্মণদের মত আমাদেরকেও শিক্ষিত হয়ে, সংগঠিত হয়ে আন্দোলন করতে হবে ৷ মুক্তির একমাত্র পথ হল — "আন্দোলনের পথ ৷" চলুন আমরা আন্দোলনের পথে এগিয়ে যায় ৷ এর কোন বিকল্প নেই ৷

👆👆👆👆👆👆👆👆👆👆👆

Post a Comment

0Comments
Post a Comment (0)