ভারতের জাতীয় কংগ্রেস (I. N. C.)

0

            ভারতের জাতীয় কংগ্রেস পার্টী ( I.N.C. ) 1885 সালে গঠিত হয়৷ এর প্রথম প্রেসিডেণ্ট হিসাবে উমেশ চন্দ্র ব্যানার্জী দায়িত্ব পালন করেন৷ কংগ্রেস পার্টীর প্রতিষ্ঠাতা হিসাবে যাদের নাম শোনা যায় তাঁরা হলেন— মিঃ হিউম, উমেশ চন্দ্র ব্যানার্জী ও সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রমুখ ইংরেজ ও ব্রাহ্মণ বুদ্ধিজীবীগণ৷ আরো পরে পণ্ডিত মদন মোহন মালব্য, গোপাল কৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও গান্ধিজী প্রমুখ নেতৃবৃন্দ মওলানা আবুল কালাম আজাদ ও বাবু জগজীবন রাম প্রমুখ মুসলমান ও শূদ্র ব্যক্তিদেরকে যুক্ত করে এই ব্রাহ্মণদের পার্টীকে একটি সর্বভারতীয় ও ধর্মনিরপেক্ষ দল হিসাবে পরিচিত করার ব্যবস্থা করেন৷

            ইতিহাস বলছে যে, ভারতের জাতীয় কংগ্রেস পার্টী গঠিত হয়েছে 1885 সালে আর 1928 সালে কংগ্রেস পার্টী ভারতের পূর্ণ স্বাধীনতার দাবী করে রেজুলেশন পাশ করে৷ প্রশ্ন হল, 1885 থেকে 1928 পর্যন্ত প্রায় 43/44 বছর ধরে কংগ্রেস পার্টী কিসের দাবীতে আন্দোলন করছিল ?

          কংগ্রেসের নেতারা দাবী করে যে, 1928 সালের পূর্বে তারা স্বরাজের দাবীতে আন্দোলন করছিল৷ তাহলে স্বরাজ মানে কি ? স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা নয়৷ স্বরাজ মানে হল, " হে মহান বিদেশী ইংরেজ তুমি আমাদের দেশের ভাগ্যবিধাতা হয়ে থাকো, যত পারো আমাদের দেশকে এবং জনগণকে  শোষণ করে তোমাদের ইংল্যাণ্ডকে সুজলাং সুফলাং করে সমৃদ্ধশালী কর৷ আর ভারতে তোমাদের রাজত্বের মধ্যে আমাদের ( অর্থাৎ ব্রাহ্মণদের) ও কিছুটা শিক্ষা, চাকুরী, সম্মান, সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠা দাও৷ যেন তোমরা ভারত থেকে বিদায় নেওয়ার পর আমরা ( অর্থাৎ ব্রাহ্মণরা)  ভারতের মূলনিবাসী জনগণকে ( Sc, St, Obc & Minorities)  শাসন ও শোষণ করতে পারি৷ " এর নাম হল স্বরাজ৷ ধন্য, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্যবাদ ধন্য৷

            কংগ্রেস পার্টীর প্রতিষ্ঠাতারা ছিলেন হয় ইংরেজ নয় ব্রাহ্মণ৷ ইতিহাস থেকে প্রমাণিত যে, ইংরেজরা যেমন বিদেশী ঠিক তেমনি ব্রাহ্মণরাও বিদেশী৷ ঐ দুই বিদেশীরা মিলিতভাবে কংগ্রেস পার্টী গঠন করেছে৷ কংগ্রেস পার্টী গঠনে ইংরেজদের উদ্দেশ্য ছিল যে, ভারতীয়দের মনে যে ইংরেজ বিরোধীতার ভাবনা রয়েছে সেটাকে দূরীভূত করার জন্যে কংগ্রেস নামে সংগঠন তৈরী করে ইংরেজদের বিরুদ্ধে এবং ভারতীয়দের পক্ষে কথা বলে ভারতীয়দের ক্রোধ প্রশমিত করা৷ আর ব্রাহ্মণদের উদ্দেশ্য ছিল যে, বিদেশী ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতীয়দেরকে স্বাধীন করার কথা বলে শুধুমাত্র ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য তথা উচ্চবর্ণের স্বার্থে ব্রাহ্মণরাজ প্রতিষ্ঠা করা৷ 1947 সালে আমাদের ভারত ও ভারতবাসী স্বাধীনতা লাভ করেনি কিন্তু ব্রাহ্মণরা অবশ্যই স্বাধীনতা লাভ করেছে এবং দেশকে শাসন করার আইনগত ক্ষমতা লাভ করেছে৷

         সুরেন্দ্রনাথ ব্যানার্জী  A Nation in Making নামে একখানা গ্রন্থ রচনা করেন৷ সেই বইতে তিনি ভারতে ইংরেজ শাসন, ইংরেজদের রাজত্ব, স্বাধীনতা আন্দোলন, কংগ্রেস পার্টীর গঠন, কংগ্রেসের আপোষ নীতি, ইংরেজদের বিরুদ্ধে 2/4 টি বোমা ছুঁড়ে তাড়ানো যাবেনা প্রভৃতি নানা বিষয়ে আলেচনা করেছেন৷ তিনি মনে করতেন যে, " ভারতে ইংরেজ শাসন ভারতীয়দের জন্য কল্যাণকর৷ "  " তাঁর মতে ইংরেজরা ভারতকে অনেক সমৃদ্ধ করেছে " প্রভৃতি৷ এই হল ভারতের তথাকথিত স্বাধীনতা সংগ্রাম ও ভারতের কংগ্রেস পার্টীর ইতিহাস৷

           মোটামুটি কথা হল— ব্রাহ্মণরা ভারতকে বিদেশী ইংরেজদের নিকট 190 বছর বন্ধক রেখে, তাদেরকে লুটে-পুটে খেতে দিয়ে তার বিনিময়ে 1947 সালে বিদেশী ব্রাহ্মণরা পুনরায় আমাদের ভারত দখল করে রাজত্ব করে চলেছে৷ এখন আমাদের মূলনিবাসীদের কর্তব্য হল যে, 85 % বঞ্চিত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতাণ্ত্রিক পদ্ধতিতে ভারতকে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা৷

Post a Comment

0Comments
Post a Comment (0)